• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইন্দ্রজাল

প্রকাশ:  ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩৪
গুলজার হোসেন গরিব

পড়েছো মন ইন্দ্রজালে।।

দিক পাবে কি কোনো কালে?

যাবে কি পথে না কি বিপথে

ঘুরছো কী ভেল অন্তরালে?

পাকে পড়ে নাকে নাকাল

নাকাল পরে গেলো রে কাল।।

একে কি আর বলে বাঁচা

বাঁচে কি কেউ বোধ হারালে?

সত্য ভেবে গিলছো মিছে

আলো ভেবে আলেয়ার পিছে।।

কি যে ভালো পথ ভুলালো!

চলছো ভ্রান্ত জ্যান্ত হালে।

ইন্দ্রজালের বিদিক মূলে

গরিব গেছে স্বভাব ভুলে।।

তরিত করে সে কে বাঁচাবে?

তালবেতালের চক্র তালে।

সাহিত্য
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close