• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বইমেলায় লিয়াকত আমিনীর ‘বিড়াল মিছিল’

প্রকাশ:  ১০ মার্চ ২০২২, ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক

এবারের বইমেলায় ছড়াকার লিয়াকত আমিনীর প্রথম ছড়ার বই ‘বিড়াল মিছিল’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে এই সময় পাবলিকেশন্স।

বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের ৬৩২নং ঢাকা টাইমস স্টলে বইটি পাওয়া যাচ্ছে। মূল্য ২০০ টাকা।

সম্পর্কিত খবর

    লিয়াকত আমিনী আশি ও নব্বইয়ের দশকে নিয়মিত ছড়া লিখতেন। তার লেখা ছড়া তখনকার দৈনিক আজাদ, বাংলার বাণী, দৈনিক বাংলা ও ইত্তেফাকসহ বিভিন্ন দৈনিক পত্রিকার শিশুপাতায় প্রকাশ হয়েছে। পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতার সঙ্গে পুরোদস্তুর জড়িয়ে পড়ার কারণে সেভাবে আর ছড়া লেখা হয়ে ওঠেনি। তার পুরোনো সেই ছড়াগুলো এবার গ্রন্থবদ্ধ হলো।

    বইটিতে মোট ৩৭টি ছড়া স্থান পেয়েছে। উল্লেখযোগ্য ছড়াগুলো হচ্ছে- কাকা, হোটেল ইতালি, ছায়া, কোকিল ছা, জলোচ্ছ্বাস, ফুটবল, রোবট, মুজিব মানে ও বিড়াল মিছিল।

    বিড়াল মিছিল বইটির প্রতিটি ছড়াই বেশ। ছন্দ-মাত্রা ও শব্দ চয়নে লিয়াকত আমিনী বেশ সচেতন। কভারসহ পুরো বইটি চার রঙা। আশা করি, শিশু ও ছড়াপ্রেমীদের বই ভালো লাগবে।

    পূর্বপশ্চিম/এসকে

    লিয়াকত আমিনী
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close