• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দীপু মাহমুদের গবেষণামূলক নতুন বই 'সম্মুখ সমরে কিশোরী মুক্তিযোদ্ধা'

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৪
পূর্ব পশ্চিম ডেস্ক

বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূলত ছিল জনযুদ্ধ। সামরিক বাহিনীর পাশাপাশি এই যুদ্ধে ব্যাপকভাবে গণমানুষ অংশগ্রহণ করেন। আর এই গণমানুষের বড়ো অংশ ছিল কিশোর-কিশোরী। তাদের মধ্যে বেশিরভাগ তখন অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এদের বৃহৎ অংশ ছিল কিশোরী। তাঁরা মুক্তিযোদ্ধাদের যুদ্ধে সাহায্য করা ছাড়াও অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মৃত্যুভয়কে উপেক্ষা করে হানা দিয়েছিলেন শত্রু শিবিরে। তাঁদের বুদ্ধিমত্তা, কৌশল, মৃত্যুঝুঁকি আর বুকভরা দেশপ্রেম বাস্তবিকই অহংকার করার মতো। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কিশোরীদের কেউ পেয়েছেন রাষ্ট্রীয় খেতাব।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামগ্রিকভাবে কিশোরদের অবদান নিয়ে লেখা বই আছে। সেখানে শিশু, কিশোর, কিশোরী মুক্তিযোদ্ধাদের কথা এসেছে। বাংলাদেশে নারী মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ নিয়ে লেখা বইও আছে। শুধুমাত্র কিশোরী মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা বই "সম্মুখ সমরে কিশোরী মুক্তিযোদ্ধা" বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা শুধুমাত্র কিশোরী মুক্তিযোদ্ধাদের (১৯৭১ সালে যাদের বয়স ১৮ বছর বা তার থেকে কম ছিল) নিয়ে লেখা প্রথম বই।

পূর্ব পশ্চিম/জেআর

বই
  • নিউজ ট্যাগ:
  • বই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close