• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ব্যাংকের চাকরিতে বয়সের শর্ত শিথিল

প্রকাশ:  ০৩ নভেম্বর ২০২২, ১৩:২১
চাকরি ডেস্ক

ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ হবে ২০২০ সালের ২৫ মার্চ থেকে। অর্থাৎ যেসব প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত ৩০ বছর ছিল, তারাও ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত ব্যাংকের চাকরিতে নিয়োগের জন্য যোগ্য হবেন।

সার্কুলারে বলা হয়, কোভিড-১৯ পরিস্থিতির কারণে যেসব ব্যাংক চাকরিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারেনি, সেসব ব্যাংককে ৩০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত প্রকাশিতব্য নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২৫ মার্চ ২০২০ তারিখের ভিত্তিতে নির্ধারণ করতে হবে।

এতে আরও বলা হয়, কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গত বছরের ২৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতেও প্রার্থীদের ক্ষেত্রে ওই নীতি অনুসরণ করতে হবে।

ব্যাংক,চাকরি,বয়সের শর্ত,শিথিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close