• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১৩:১৮
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি অধ্যাপক পদে একজন শিক্ষক নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা আগামী ২৫ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অধ্যাপক

বিভাগ: অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিষয়ে পিএইচডি কিংবা সমমানের ডিগ্রি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় অথবা কোনো উচ্চতর গবেষণা প্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত মানের গবেষণা পত্রিকায় প্রার্থীদের প্রকাশিত মৌলিক প্রবন্ধ থাকতে হবে। শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদান ও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

আবেদন ফি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে এক হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট পাঠাতে হবে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীদের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের রসিদসহ ১১ কপি দরখাস্ত রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ বরাবর পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, নম্বরপত্র ও অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

জনবল নিয়োগ,ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close