• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, কর্মস্থল ঢাকা

প্রকাশ:  ২৯ মার্চ ২০২২, ১২:৫৭
চাকরি ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ)। প্রতিষ্ঠানটি বাংলাদেশে গ্র্যান্টস কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে।

চাকরি প্রত্যাশীরা আগামী ১১ এপ্রিল এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: গ্র্যান্টস কো-অর্ডিনেটর

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা জাতিসংঘের কোনো সংস্থায় ৫ থেকে ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফান্ডরেইজিং, রিপোর্টিং বা ডোনার রিলেশনসে অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাজের অভিজ্ঞতা থাকলে ভালো। ওয়াশ, নিউট্রিশন/হেলথে টেকনিক্যাল জ্ঞান থাকতে হবে। নেতৃত্বের গুণাবলি থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

কাজের ধরন: এক বছরের চুক্তিভিত্তিক

কর্মস্থল: ঢাকা

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১ লাখ ৮৭ হাজার টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ

আর্থিক সুবিধা, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটি এবং ছুটি ভাতার সুবিধা রয়েছে।

আবেদনের নিয়ম: চাকরি প্রত্যাশীরা https://hotjobs.bdjobs.com/jobs/acf/acf203a.htm এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পূর্বপশ্চিমবিডি/এনজে

অ্যাকশন কন্ট্রি লা ফেইম,জনবল নিয়োগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close