• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পোশাক রপ্তানি বেড়েছে বাংলাদেশের, বিশ্বে দ্বিতীয়

প্রকাশ:  ০৩ আগস্ট ২০২৩, ০১:১৮ | আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০১:২১
পূর্বপশ্চিম ডেস্ক

বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। ২০২১ সালে বৈশ্বিক রপ্তানিতে এই খাতে বাংলাদেশের অংশ ছিল ৬.৪০%; যা ২০২২ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭.৯০%-এ। ২০২২ সালে বাংলাদেশ ৪৫ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে।

সোমবার (৩১ জুলাই) বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চীন এখনো সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে ২০২২ সালে পোশাক রপ্তানিতে চীনের অংশ ছিল ৩১.৭%। ২০২২ সালে চীন ১৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। এই খাতের তৃতীয় রপ্তানিকারক দেশ ভিয়েতনাম ৩৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে।

একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয় স্থানে থাকলেও জোটগতভাবে ইউরোপীয় ইউনিয়ন বৈশ্বিক পোশাক রপ্তানির বাজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সে হিসাবে বাংলাদেশ তৈরি পোশাকের তৃতীয় সর্বোচ্চ রপ্তানিকারক, চতুর্থ ভিয়েতনাম। অবশ্য ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ কী পরিমাণ রপ্তানি করেছে তা উল্লেখ করা হয়নি বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদনে।

অন্য দেশগুলোর মধ্যে গত বছর তুরস্ক ২০ বিলিয়ন, ভারত ১৮ বিলিয়ন, ইন্দোনেশিয়া ১০ বিলিয়ন, কম্বোডিয়া ও পাকিস্তান ৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।

পোশাক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close