• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

প্রকাশ:  ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৫
পূর্বপশ্চিম ডেস্ক

বিমানবন্দর থেকে ১৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়ায় কোম্পানি রিসিভ করতে না আসায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) এয়ার এশিয়ার সাড়ে ৮টার ফ্লাইটে কুয়ালালামপুর থেকে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

জানা গেছে, মালয়েশিয়ার এভারলেনটেন এসডিএন বিএইচডি কোম্পানির কাজে তাদের সেখানে পাঠানো হয়েছিলো।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রিক্রুটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ লিমিটেড তাদের মালয়েশিয়া পাঠানোর জন্য নিয়োগ করে। তবে অন্য এক রিক্রুটিং এজেন্সি আহমেদ ইন্টারন্যাশনাল তাদের ম্যানপাওয়ার (বিএমইটি ছাড়পত্র) করে। ঢাকা থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে মালয়েশিয়ার জন্য ২৯ জন বাংলাদেশি কর্মী পাঠায়। কোম্পানি ২৯ জনের মধ্যে ১০ জনকে গ্রহণ করলেও বাকি ১৯ জনকে গ্রহণ করেনি। দু’দিন অপেক্ষা করে তাদের ফেরত পাঠায় মালয়েশিয়া ইমিগ্রেশন।

দেশে ফেরা কর্মীরা জানান, রিক্রুটিং এজেন্সি মেসার্স আহমেদ ইন্টারন্যাশনাল গত ১৬ ফেব্রুয়ারি ২৯ কর্মীকে মালয়েশিয়ায় পাঠায় কিন্তু সে দেশে কোম্পানি ১০ জনকে নিলেও বাকি ১৯ জনকে নেয়নি। কেন তাদের নেয়নি, তাও তারা জানেন না।

রিক্রটিং এজেন্সি গ্রিনল্যান্ড ওভারসিজ (আরএলনং-৪০) প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, মালয়েশিয়ান কোম্পানি এভারলেনটেন এসডিএন, বিএইচডিতে আমরা বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি, ২৯ জন কর্মী পাঠায়। এ সময় কোম্পানি থেকে রিসিভ করতে গেলে মালয়েশিয়ান এয়ারপোর্ট ইমিগ্রেশন বিভাগ ১০ জন কর্মীকে দেশটিতে প্রবেশের অনুমতি দিলেও বাকি ১৯ জনের ইমিগেশন ডাটা সঠিক না থাকায় তাদের ফেরত পাঠায়।

তিনি জানান, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এর আগে এই কোম্পানিতে ৪০ জন কর্মী পাঠিয়েছি। এটা ছিলো আমাদের দ্বিতীয় ফ্লাইট। তবে আমরা নিয়োগকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি তারা জানিয়েছেন, ১৯ জনের তথ্য সার্ভারে পাওয়া গেছে, সেক্ষেত্রে কর্মীরা আবার মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন।

যেসব কর্মীকে ফেরত পাঠানো হয়েছে পুনরায় পাঠাতে যে খরচ হয় তা আমাদের কোম্পানি বহন করবে সেক্ষেত্রে কর্মীদের কোনো অর্থ দিতে হবে না বলেও জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার নাজমুছ সাদাত সেলিম জানান, এ বিষয়ে বাংলাদেশ থেকে ও মালয়েশিয়া এয়ারপোর্ট ইমিগ্রেশন থেকে আমাদের কোনো তথ্য জানানো হয়নি। তবে তাদের কেন ফেরত পাঠানো হয়েছে তা খোঁজ নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মালয়েশিয়া,ফেরত,বাংলাদেশি,বিমানবন্দর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close