• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নোমান খন্দকারের আত্মকেন্দ্রীক গান ‘দূরত্ব’

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১১
বিনোদন ডেস্ক

নোমান খন্দকারের কথা, সুর ও কণ্ঠে আত্মকেন্দ্রীক গান ‘দূরত্ব’ প্রকাশিত হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন মনি জামান। ‘ভুলের রাজ্য‘ নামের ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) গানটি প্রকাশ করা হয়। গানটির ভিডিওগ্রাফি করেছেন আশরাফ রঞ্জন।

নোমান খন্দকার দীর্ঘদিন ধরে কাব্যচর্চা করছেন। সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিতদের সঙ্গে তার পথচলাও দীর্ঘদিনের। সেই সূত্রে সুরের পথে মেলালেন নিজেকেও।

নিজের গান সম্পর্কে জানাতে গিয়ে তিনি বলেন, আমার গানগুলো একেবারেই নিজস্ব ভাবনার প্রকাশ। এখানে সামগ্রিকতার চিন্তা আসে নাই। নিজের ভাবনাকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেয়া কিংবা অন্যদের সঙ্গে মিলিয়ে নেয়ার ইচ্ছাতেই গান করা। সে কারণেই এগুলো আত্মকেন্দ্রিক গান।

নোমান খন্দকারের গান সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সিম্ফনি ব্যান্ডের মিউজিশিয়ান মনি জামান বলেন, গানগুলো যখন প্রথম শুনি, মনে হয়েছিলো প্রচলিত ধারার চেয়ে একেবারেই ব্যতিক্রম। অনেকটা ওপার বাংলার কবীর সুমনের মত। তবে নোমান তার নিজের মত করেই সেগুলো সৃষ্টি করেছেন। গানগুলো শ্রোতাদের মনে আলাদা দ্যুতি ছড়াবে সন্দেহ নেই।

‘দূরত্ব’ গান নিয়ে মনি জামান বলেন, অবশ্যই এটা প্রেমের গান। তবে এই প্রেমের অনুভূতিতে এক গভীর ভাবনা আছে। এটাই নোমানের গানের স্পেশালিটি।

নোমান খন্দকার জানান, আত্মকেন্দ্রীক ধারার এই গানগুলো নিয়মিত প্রকাশ করবেন তিনি।

‘দূরত্ব‘ গান

পূর্বপশ্চিমবিডি/এসএম

নোমান খন্দকার,দূরত্ব,গান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close