• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মানব পাচারের মামলায় কারাগারে দালের মেহেন্দি

প্রকাশ:  ১৫ জুলাই ২০২২, ১৮:৪৩
বিনোদন ডেস্ক

মানব পাচারের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন গায়ক দালের মেহেন্দি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ১৯ বছর পুরোনো মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখেন পাটিয়ালা হাউজ আদালত। এরপরই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। জানা গেছে, পাটিয়ালা জেলে রাখা হয়েছে তাকে।

২০১৮ সালে ভারতীয় দণ্ডবিধির ৪২০ এবং ১২০বি ধারায় দোষী সাব্যস্ত হয়েছিলেন দালের মেহেন্দি। কিন্তু এরপর জামিনে মুক্ত ছিলেন তিনি। পাশাপাশি নিম্ন আদালতের রায় খারিজ করার জন্য আদালতে আর্জি জানিয়েছিলেন দালের মেহেন্দি।

তবে বৃহস্পতিবার সেই রায় বহাল রেখে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক এইচএস গেরেওয়াল দুই বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার রুপি জরিমানার নির্দেশের রায় বহাল রেখেছেন।

১৯৯৫ সালে মুক্তি পায় তার প্রথম মিউজিক অ্যালবাম ‘বোলো তারা রা রা’। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৩ সালে পাতিয়ালা পুলিশের কাছে দালের মেহেন্দী, তার ভাই শমসের ও আরো কয়েকজনের বিরুদ্ধে বিদেশে নিয়ে যাওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীদের মধ্যে প্রধান ছিলেন বকশিশ সিং নামের এক ব্যক্তি। অভিযোগের দায়েরের পর দালের মেহেন্দীকে গ্রেপ্তারও করা হয়। কিন্তু কয়েকদিন পরই তিনি জামিন পান।

২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দুইবার এ গায়ক নির্দোষ দাবি করে আদালতে মুক্তির আবেদন করে। কিন্তু এ গায়কের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ থাকায় আদালত আরো তদন্তের নির্দেশ দেয়।

পূর্বপশ্চিমবিডি/এআই

গায়ক,মানবপাচার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close