• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

নিপুণের এটা কোনোভাবেই উচিত হয়নি: ডিপজল

প্রকাশ:  ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২ | আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৯
বিনোদন ডেস্ক

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বসেছেন চিত্রনায়িকা নিপুন আক্তার। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে সমিতির সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন ডিপজল গণমাধ্যমকে বলেন, আইন সবার জন্য সমান। কেউই আইনের ঊর্ধ্বে নয়। বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, তাই বিচার শেষ না হওয়া পর্যন্ত নিপুন বা জায়েদ যে-ই হোক না কেন, কারোই আদালতের নির্দেশনা অমান্য করা উচিত নয়।

নিপুন সমিতির অফিসে গিয়ে সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন এবং কেক কেটেছেন, এ বিষয়ে ডিপজলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। যদি তাই হয়ে থাকে, তাহলে কাজটি ভালো হয়নি। যেহেতু আমরা জানি, আদালত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত নিপুন বা জায়েদ কাউকেই দায়িত্ব পালনের আদেশ দেন নাই, তাই দুজনেরই এই আদেশ মানতে হবে।

ডিপজল বলেন, কেউ অমান্য করলে বা জোর জবরদস্তি করলে এটা আইনের লঙ্ঘন হয়েছে কিনা, তা আদালত দেখবে। তবে আমার মতে, এটা কোনোভাবেই উচিত হয়নি। আইনের প্রতি সবারই শ্রদ্ধা থাকতে হবে এবং মানতে হবে। আমি মনে করি, আইন-আদালত যার পক্ষে রায় দেবে, সে-ই দায়িত্ব পালন করবে। এখানে জোর জবরদস্তির বিষয় নেই।

তিনি বলেন, আমরা শিল্পীরা সবাই এক পরিবারের সদস্য। এখানে কোনো ধরনের ঝগড়া-ঝাটি করা উচিত নয়।


পূর্বপশ্চিম/এসকে

মনোয়ার হোসেন ডিপজল,নিপুণ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close