• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘কোনো ভক্ত নেই’ ভাইরাল মন্তব্যে যা বললেন জায়েদ খান

প্রকাশ:  ৩১ জানুয়ারি ২০২২, ১২:৩৬ | আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১২:৪২
বিনোদন ডেস্ক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন জায়েদ খান। শিল্পীরা তাকে বেছে নিলেও সিনেমাপ্রেমীদের মাঝে চাউর রয়েছে তিনি নাকি এমন একজন নায়ক, যার কোনো ভক্ত নেই!

এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক জায়েদ খান গণমাধ্যমকে বলেন, ‘এ রকম কথা মানুষের বানানো। ভক্ত নেই এটি কোনো শব্দ হতে পারে? তা হলে এতগুলো ছবি করলাম কীভাবে, মানুষ আমার এতগুলো ছবি দেখে কীভাবে, মানুষ কীভাবে আমার সঙ্গে এত ছবি তোলে, কীভাবে এই ১০-১২ বছরের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছি। ভক্ত না থাকলে এত বছর তো আমাকে কেউ ছবিতে নিত না। সব শিল্পী আমার পাশে আছেন। আমি টানা তিনবার নির্বাচনে জিতেছি। ভক্ত না থাকলে শিল্পীরা কেউ পাশে থাকতেন?’

প্রসঙ্গত, ২০০৮ সালে মহম্মদ হান্নান পরিচালিত ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন জায়েদ খান। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে। এরপর অদৃশ্য শত্রু, প্রেম করবো তোমার সাথে, ভালোবাসা সীমাহীনসহ একের পর এক ছবিতে অভিনয় করলেও তিনি দর্শকদের হৃদয়ে খুব একটা জায়গা করে নিতে পারেননি।


পূর্বপশ্চিম/এসকে

জায়েদ খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close