• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

আমাকে প্রচুর ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে: জায়েদ খান

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২২, ১৪:১৬ | আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৫:০৪
বিনোদন প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রচুর পরিমাণে ব্যক্তিগত আক্রমণের শিকার হওয়ার কথা জানিয়েছেন টানা তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া জায়েদ খান।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এফডিসিতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।

ফলাফলে দেখা যায়, ১৯১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। এছাড়া ১৭৬ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

জয়ের প্রতিক্রিয়ায় জায়েদ খান সাংবাদিকদের বলেন, এবার নির্বাচনে আমাকে বিভিন্নভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে প্রচুর পরিমাণ। তার জন্য কোনো কষ্ট লাগছে না এখন। কোনো কিছু মনে হচ্ছে না। কেননা মুগ্ধ হয়েছি সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হয়েছে।

তিনি বলেন, আমি ভীষণভাবে মিস করছি আমার সভাপতি মিশা সওদাগরকে। তার সঙ্গে আমি গত চার বছর কাজ করেছি। তিনি আমার অভিভাবকদের মধ্যে অন্যতম। তিনি হারায় ভীষণ মন খারাপ লাগছে। শুধু তার জন্যই নয় আমার প্যানেলে যারা হেরে গেছেন তাদের সবার জন্যই খারাপ লাগছে। কারণ তারা পাস করলে চলচ্চিত্রের উন্নয়নে আরও ভালো কাজ করতে পারতাম।

জায়েদ খান আরো বলন, গত দুই টার্মে কাজ কারেছি বলেই তৃতীয়বারের মতো আমাকে ভোট দিয়েছেন শিল্পীরা। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আশা করছি তাদের সম্মান আমি রাখব। কাজ করতে গিয়ে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চাইছি।

পূর্বপশ্চিম/এসকে

জায়েদ খান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close