• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

‘জায়েদ খান চাদরের তল দিয়ে ভোটারদের টাকা বিলাচ্ছেন’

প্রকাশ:  ২৮ জানুয়ারি ২০২২, ১৪:৩৩
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে জায়েদ খান লুকিয়ে টাকা বিলাচ্ছেন বলে অভিযোগ করেছেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার।

শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে তিনি সাংবাদিকদের কাছে এই অভিযোগ জানান। এদিন সকাল ৯ টায় এফডিসিতে ভোটগ্রহণ শুরু হয়।

নিপুণ বলেন, আমার কয়েকজন ভোটার অভিযোগ করেছেন, এফডিসির প্রবেশ পথ থেকে একটু দূরে দাঁড়িয়ে ভোটারদের টাকা দিচ্ছেন জায়েদ খান। জায়েদ চাদর পরে এসেছেন এবং ভোটারদের কাছে গিয়ে চাদরের তল দিয়ে টাকা ধরিয়ে দিচ্ছেন। আমি কাছে গেলে তিনি দ্রুত কয়েকবার জায়গা থেকে সরে যান। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি।

একই অভিযোগ করে কাঞ্চন-নিপুণ প্যানেলের সদস্যপদ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমিও দেখেছি জায়েদ ও তার কয়েকজন কর্মী ভোটারদের আড়ালে নিয়ে কথা বলছে। শিল্পীদের নির্বাচনে এটা আশা করা যায় না।

তবে অভিযোগ অস্বীকার করে জায়েদ খান বলেন, এখানে সিসি ক্যামেরা আছে। তাছাড়া ভোট চাওয়া যেহেতু নিষেধ আমি থাকব না। উনাদের প্যানেলের ফেরদৌস ভাইও তো গেটে ছিলেন। এসব হচ্ছে শিল্পীদের ছোট করার জন্য।

প্রসঙ্গত, এবাবের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র শিল্পীরা। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

পূর্বপশ্চিম/এসকে

জায়েদ খান,নিপুণ আক্তার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close