• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুবিতে ২২ এপ্রিল থেকে ঈদের ছুটি

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২২, ২০:০৬ | আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২০:০৯
কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ঈদ-উল- ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামী ২২ এপ্রিল থেকে। ছুটি চলবে ১৫ মে পর্যন্ত। তবে, দাপ্তরিক কার্যক্রম চলবে ১মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান।

তিনি বলেন, ঈদ উপলক্ষে কুবির একাডেমির কার্যক্রম ২২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম ১ মে থেকে ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে ২২ তারিখের পরও কোনো বিভাগের পরীক্ষা নেওয়া বাকি থাকলে বিভাগ তা সম্পন্ন করতে পারবে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে রমজান, পহেলা বৈশাখ (বাংলা নববর্ষ), শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, মে দিবস, ঈদ-উল-ফিতর, গ্রীষ্মকালীন ছুটি ও বৌদ্ধ পূর্ণিমার জন্য ছুটির কথা উল্লেখ থাকলেও, করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য রমজানেও বিশ্ববিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া করোনার ক্ষতি পোষাতে ছয় মাসের সেমিস্টার চার মাসে করা হয়েছে। করোনায় ক্যাম্পাস দীর্ঘদিন বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলায় ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। দীর্ঘ ছুটি পেয়ে মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে এরই মধ্যে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা।

পূর্বপশ্চিমবিডি/এমএইচ/জেএস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close