• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

জবি উপচার্যের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৩, ১৩:৫৩
তারেক হাসান, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে মরাদেহের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদে উপচার্যের দ্বিতীয় ও বাদ জোহর তার ঢাবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগে জানাজা অনুষ্ঠিত হবে।এরপর রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফনকার্য করা হবে।

এদিকে উপচার্যের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় তিন দিনের(শনি,রবি ও সোমবার) শোক ঘোষণা করা হয়েছে।এসময় বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস-পরিক্ষা বন্ধ রাখা হবে।

এদিকে প্রথম জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অশ্রুসিক্ত চোখে উপাচার্যকে বিদায় দেন।

আজ শনিবার ভোর ৫টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ক্যান্সারের উন্নত চিকিৎসা নিতে অধ্যাপক ইমদাদুল হক গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে গিয়েছেন। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close