• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৪ দিন পর চালু হলো জবির ছাত্রী হলের গ্যাস সংযোগ

প্রকাশ:  ০৭ মে ২০২৪, ২১:০১
নিজস্ব প্রতিবেদক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ দিন গ্যাস সংযোগ বন্ধ থাকার পর আজ মঙ্গলবার (৭ মে) পুনরায় সংযোগ চালু করা হয়। তবে দীর্ঘ সময় গ্যাস সংযোগ বন্ধ থাকায় নানামুখী সমস্যার কথা জানান ছাত্রীরা।

গ্যাস সংযোগ চালু এবং সংস্কারের বিষয়টি নিশ্চিত করে হল প্রভোস্ট দীপিকা রানী সরকার বলেন, সবকিছু সংস্কার করে আজ হলের গ্যাস সংযোগ চালু করা হয়েছে৷

হলের শিক্ষার্থীদের সাথে কথা বললে জানা যায়, গত ৪ দিন ধরে গ্যাস লাইন বন্ধ। এতে বাধ্য হয়েই শিক্ষার্থীরা হলের ক্যান্টিনে বা বাহিরে খাবার খাচ্ছেন। ফলে অতিরিক্ত অর্থ অপচয়ের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছেন তারা। হলের খাবারের মান ও পরিমাণ নিয়ে অভিযোগ দিলে ক্যান্টিন বয়দের কটূ কথা শুনতে হয়। আবার ব্যাঙ্গাত্মক সুরে জবাব দেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

আরও জানা যায়, হলের ক্যান্টিনের আলু ভর্তায় আলুর খোসা এবং বালি থাকে। আবার রাতে ক্যান্টিনে শাক-সবজি, ভর্তা-ভাজির পরিমাণ কম রেখে মাছ-মাংস বেশি রাখে। শাক-সবজি কিংবা ভর্তা-ভাজির পরিমাণ এত কম করে যা ১০-১৫ জন নিলে ৫ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। এতে বাধ্য হয়েই অতিরিক্ত টাকা খরচ করে মাছ-মাংস দিয়ে খেতে হচ্ছে তাদের।

নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিক্ষার্থী বলেন, হলের ক্যান্টিনে খাবারের দাম বেশি রেখেও পরিমাণে এত কম দেয়; যেটাতে আমার মতো দুই নলায় পেট ভরে যাওয়া মানুষেরই তাতে খিদে মেটা দায়। খাবার কমের ব্যাপারে ক্যান্টিন বয়গুলাকে কেউ কিছু বললে অপমানের সুরে বলবে মুখে বলে বাড়িয়ে নিতে পারেন না! এরপর যখন কেউ বাড়িয়ে দিতে বলে তখন বাড়িয়ে দিলেও এটা নিয়ে ওরা নিজেদের মধ্যে হাসাহাসি করে। এমনকি ১০-১২ বছরের ছোট বাচ্চাগুলোর মুখের কথাও খুব গা'য়ে লাগার মতো।

উল্লেখ্য, গত ৩রা মে দিবাগত রাত ১ টার দিকে জবির ছাত্রী হলের ১অম তলার গ্যাস লাইনের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে একজন। এরপর থেকেই গ্যাস সংযোগ বন্ধ রেখেছে হল কর্তৃপক্ষ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,হল,গ্যাস সংযোগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close