• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি ১৬ দিন

প্রকাশ:  ২৭ জুন ২০২২, ১৯:৫১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১৬ দিনের ঈদের ছুটিতে যাচ্ছে। ঈদুল আযহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে এ ছুটি শুরু হবে, শেষ হয়ে ১৮ জুলাই। তবে আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

সোমবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ আমিরুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'ঈদুল আজহা উপলক্ষে আগামী ৩ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে, ৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে প্রশাসনিক কার্যক্রম।'

তিনি আরো বলেন, 'আগামী ১৯ জুলাই থেকে একাডেমিক ও ১৭ জুলাই থেকে প্রশাসনিক কার্যক্রম পূর্বের নিয়ম মেনে চলবে।'

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ খোলা থাকবে কি না জানতে চাইলে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ড. মিহির লাল ভৌমিক বলেন, 'হলসমূহ বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকালের মধ্যে একটি মিটিং হবে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'

পূর্বপশ্চিম- হাসান/ এনই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close