• সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নির্বাচনী পরীক্ষা ছাড়াই হবে এসএসসি-এইচএসসি

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২১:১৩
নিজস্ব প্রতিবেদক

এ বছর নির্বাচনী পরীক্ষা ছাড়াই নেওয়া হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান চাইলে প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও চলতি বছরের এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে নেওয়া হবে না পরীক্ষা।

জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে প্রতিটি বিষয়ে মোট ৪৫ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে সৃজনশীল অংশে বরাদ্দ থাকবে ৩০ নম্বর। এই অংশে উত্তর দিতে হবে তিনটি প্রশ্নের। আর নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের।

এছাড়া মানবিক বিভাগে ৫৫ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে সৃজনশীল অংশে থাকবে ৪০ নম্বর। এখানে উত্তর দিতে হবে চারটি প্রশ্নের। এর বাইরে নৈর্ব্যক্তিক অংশে থাকবে ১৫ নম্বরের। তবে কোনো বিষয়ের প্রথম পত্র ৫৫ নম্বরের হলে দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৪৫ নম্বরের। দুই পত্র মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে।

উল্লেখ্য, গত বছরও এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষার আগে নির্বাচনী পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

পূর্বপশ্চিমবিডি/জেএস

এসএসসি,উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি),আন্তঃশিক্ষাবোর্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close