• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

শাবিপ্রবিতে বিএনপির চিকিৎসক প্রতিনিধিদল

প্রকাশ:  ২৩ জানুয়ারি ২০২২, ২০:২৮ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২০:৫৮
শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের শারীরিক খোঁজখবর নিতে চিকিৎসক টিম পাঠিয়েছে বিএনপি।

রোববার (২৩ জানুয়ারি) বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চিকিৎসক প্রতিনিধিদল শিক্ষার্থীদের দেখতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যান। তারা অসুস্থ এবং অনশনরত শিক্ষার্থীদের স্বাস্থ্যের খোঁজ নেন।

এ বিষয়ে প্রতিনিধিদলের প্রধান ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে অনশনরত চিকিৎসাধীনদের দেখতে গিয়েছি। আমরা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি।'

এ সময় ডা. জাহাঙ্গীর হোসেন, ডা. আশরাফুল হাসান মানিক, ডা. সাকিব আবদুল্লাহ চৌধুরী ও ডা. মেহেদি হাসান অনিক উপস্থিত ছিলেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ১৩ জানুয়ারি রাত থেকে শুরু হওয়া প্রভোস্টবিরোধী আন্দোলনে ১৬ জানুয়ারি পুলিশের হামলা চালিয়ে ৩০ শিক্ষার্থীকে আহত করলে উপাচার্যের পদত্যাগের দাবি ওঠে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনসহ আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

শনিবার গণঅনশনের ঘোষণা দিয়ে এতে আরো শিক্ষার্থী যোগ দেন। অনশনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে আবারও অনশনের যোগ দেন।


পূর্বপশ্চিম/এএন/এসকে

শাবিপ্রবি,বিএনপি,চিকিৎসক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close