• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পিটার হাসকে হত্যার হুমকি: আ. লীগ নেতার বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশ:  ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৬
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফরিদুল আলমের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অভিযুক্ত ফরিদুল আলম কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি।

মানবাধিকারকর্মী পরিচয় দেওয়া এমএ হাশেম নামে এক ব্যক্তি পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে ফরিদুল আলমের বিরুদ্ধে মামলার আবেদন করেন। আদালত তার জবানবন্দি রেকর্ডের পর মামলা খারিজের আদেশ দেন আদালত।

মামলায় এমএ হাশেম বলেন, ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দিয়ে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা ফরিদুল আলম। তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, ‌‌আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সেই পিটার হাস, বদমাইশ।

এর আগে গত ৬ নভেম্বর এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী।

এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধেও মামলার আবেদন করেন এম এ হাশেম। পরে ঢাকার সিএমএম আদালত মামলার আবেদন খারিজের আদেশে দেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

খারিজ,মামলা,নেতা,পিটার হাস,হত্যা,হুমকি,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close