• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

বাবা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলের আপিলের রায় আজ

প্রকাশ:  ২৭ মার্চ ২০২২, ১০:১১
নিজস্ব প্রতিবেদক

বাবা আবু সাঈদ কাজীকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছেলে তুহিন কাজীর আপিলের রায় ঘোষণা করা হবে আজ।

রোববার (২৭ মার্চ) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

সম্পর্কিত খবর

    এর আগে গত ২৩ মার্চ এ দিন নির্ধারণ করেন আদালত। ২০১৪ সালে বাগেরহাটের মোল্লাহাটের কোদালিয়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

    পারিবারিক কলহের জেরে ২০১৪ সালের ৫ আগস্ট ভোর চারটায় তুহিন কাজী তার বাবা আবু সাঈদ কাজীকে ঘুমন্ত অবস্থায় ছুরিকাঘাত করে হত্যা করেন। এ ঘটনায় আবু সাঈদের মেয়ে সুমি আক্তার ভাই তুহিন কাজীকে আসামি করে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি তুহিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

    মামলার বিচার শেষে ২০১৬ সালের ৩০ আগস্ট বাগেরহাটের বিচারিক আদালত তুহিনকে মৃত্যুদণ্ড দেন। পরে নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

    পূর্ব পশ্চিম/জেআর

    পিতা হত্যা
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close