• বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||
শিরোনাম

টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রকাশ:  ১৪ মার্চ ২০২২, ১৮:৩১ | আপডেট : ১৪ মার্চ ২০২২, ১৮:৫৩
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় মাজেদুর রহমান (২৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৪মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবক টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর মধ্যপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

আদালতের সরকারি কৌশলী (পিপি) আলী আহমদ জানান, ২০২০ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় আঁখ ক্ষেত থেকে শান্তা আক্তারের গলায় ওড়না পেচানো লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন ১০ সেপ্টেম্বর ময়না তদন্ত শেষে লাশ দাফন করে তার পরিবার। রাতে নিহতে ভাই মো. সানি আলম বাদি হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি এজাহার দায়ের করেন। ১১ সেপ্টেম্বর পুলিশ তদন্তের এক পর্যায়ে ওই গ্রামের মাজেদুর রহমান নামের এক যুবককে গ্রেপ্তার করে। মাজেদুর রহমান ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার বিষয়টি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। স্বাক্ষ্য ও স্বীকারোক্তি যাচাই বাছাই শেষে মাজেদুর রহমানকে মৃত্যুদন্ডের আদেশ দেয় আদালত।

নিহত স্কুল ছাত্রীর পরিবার বলেন, বিচারকের রায়ে আমরা সন্তুষ্ট। মাজেদুরের রায় কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।

পূর্বপশ্চিমবিডি/এমকে/জেএস

টাঙ্গাইল,ধর্ষণ,মৃত্যুদণ্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close