• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‌‘ফারহান-৬’ লঞ্চের মাস্টারসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ:  ১২ জানুয়ারি ২০২২, ১৬:৩০
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গায় এমভি ফারহান-৬ লঞ্চের সঙ্গে ট্রলারের সংঘর্ষে হতাহতের ঘটনায় লঞ্চের মাস্টার-ড্রাইভার ও ট্রলারের সুকানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (১২ জানুয়ারি) ঢাকার মেরিন কোর্টের বিচারক (স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) জয়নাব বেগমের আদালতে ওই হতাহতের ঘটনায় নৌপরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক মো. শফিকুর রহমান বাদী হয়ে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এছাড়া গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩১ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন- এমভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসান, ড্রাইভার জসিম উদ্দিন ভূঁইয়া ও ট্রলারের সুকানি জসিম মোল্লা।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি বুড়িগঙ্গার ধর্মগঞ্জে এমভি ফারহান-৬ লঞ্চের সঙ্গে একটি ট্রলারের সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দশজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ফারহান-৬,গ্রেপ্তারি পরোয়ানা,মাস্টার,লঞ্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close