• সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১
  • ||
শিরোনাম

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া

প্রকাশ:  ২৮ জুন ২০২৪, ১৮:৪২
পূর্বপশ্চিম ডেস্ক

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের উসকানি মোকাবিলায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। শুক্রবার (২৮ জুন) তিনি এই নির্দেশ দেন বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণ সাগরে সক্রিয় যুক্তরাষ্ট্রের কৌশলগত ড্রোনগুলোর উসকানি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার একটি প্রস্তাব তৈরি করতে দেশটির সেনাবাহিনীর জেনারেল স্টাফকে নির্দেশ দিয়েছেন বেলোসভ।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে, কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনগুলোর কর্মকাণ্ড বেড়েছে। এগুলো নজরদারি মিশন ও ইউক্রেনকে সরবরাহ করা নির্ভুল আঘাতে সক্ষম পশ্চিমা অস্ত্রের জন্য তথ্য সংগ্রহ করছে। রুশ স্থাপনায় হামলার জন্য এসব তথ্য ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, এসব কর্মকাণ্ড প্রমাণ করছে ইউক্রেনের সঙ্গে চলমান সংঘাতে কিয়েভের শাসকদের পক্ষ নিয়ে ক্রমশ জড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো দেশগুলো।

এতে আরও বলা হয়েছে, মার্কিন ড্রোনের এমন উড্ডয়ন রুশ উড়োজাহাজের সঙ্গে আকাশে সংঘর্ষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। যা ন্যাটো মিত্রদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে।

আকাশে এমন যেকোনও দুর্ঘটনার জন্য ন্যাটো দেশগুলো দায়ী থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র,রাশিয়া,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close