• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মধ্য আফ্রিকায় নৌকাডুবিতে ৫৮ জনের মৃত্যু

প্রকাশ:  ২১ এপ্রিল ২০২৪, ২৩:১৯
পূর্বপশ্চিম ডেস্ক

মধ্য আফ্রিকার বাঙ্গুইয়ে অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ায় সময় একটি নৌকাডুবিতে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ধারন ক্ষমতার চেয়েও বেশি লোক ওঠায় মকো নদীতে এটি ডুবে যায়।

শুক্রবার (১৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনা বার্তা সংস্থা সিনহুয়া।

প্রতিবেদনে বলা হয়, নৌকায় প্রায় তিনশ যাত্রী ছিল। তারা সেখানকার একজন গ্রামপ্রধানের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল।

শনিবার নাগরিক সুরক্ষা প্রধান টমাস ডিজিমাসে বলেন, আমরা ৫৮ জনের মরদেহ উদ্ধার করেছি। তবে কতজন এখনও নিখোঁজ তা জানতে পারিনি।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ভিডিও থেকে দেখা যায়, তিনশর বেশি যাত্রী ওঠাতে নৌকাটিতে আর জায়গা অবশিষ্ট ছিল না। অনেকে বসারও সুযোগ পায়নি, অধিকাংশই দাঁড়িয়ে ছিল।

একজন গ্রামপ্রধানের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল তারা। নৌকাটি যাত্রা শুরু করার সামান্য সময় পরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং ডুবে যায়। দুর্ঘটনার প্রায় ৪০ মিনিট পরে শুরু হয় উদ্ধারকাজ।

প্রত্যক্ষদর্শীদের অনেকে জানান, উদ্ধারকাজ মূলত পরিচালিত হয় ডুবে যাওয়া মানুষদের আত্মীয়স্বজনদের মাধ্যমে।

বার্তাসংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, শনিবারেও তিনি সেখানে সিভিল প্রটেকশন দলের কোনো লোককে দেখতে পাননি।

জাতিসংঘের হিসেবে মধ্য আফ্রিকা বিশ্বের দ্বিতীয় স্বল্পোন্নত দেশ। ২০১৩ সালে সেলেকা নামক একটি মুসলিম-অধ্যুষিত সশস্ত্র জোট সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া বোজিজেকে ক্ষমতাচ্যুত করার পর থেকে গৃহযুদ্ধ জর্জরিত হয়েছে প্রাক্তন ফরাসি উপনিবেশটি।

২০১৮ সাল থেকে সংঘাত কমলেও এখনও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে।

ফরাসি হস্তক্ষেপ ও জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েনের মধ্য দিয়ে ২০১৬ সালে নির্বাচনের পথ প্রশস্ত হয়। সেবার প্রেসিডেন্ট ফস্টিন আর্চেঞ্জ তোয়াদেরা জিতেছিলেন।

দুই বছর পর সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ দিতে রাশিয়ার ওয়াগনার ভাড়াটে গোষ্ঠীর যোদ্ধাদের নিয়ে আসেন তোয়াদেরা।

এখনও দেশের কিছু এলাকা সরকারি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

মৃত্যু,নৌ দুর্ঘটনা,আফ্রিকা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close