• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হুমকির মুখে যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব: প্রকাশ্যে মার্কিন গোয়েন্দার সতর্কবার্তা

প্রকাশ:  ১৩ মার্চ ২০২৪, ১৭:২৮
নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে বার্ষিক হুমকি মূল্যায়নের এক মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব। গত ১১ মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ক্রমবর্ধবান ভঙ্গুর বিশ্বব্যবস্থার মুখোমুখি হচ্ছে। বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতায় এ ব্যবস্থা নাজুক হচ্ছে। তাছাড়া আন্তঃ‍দেশীয় চ্যালেঞ্জ ও আঞ্চলিক সংঘাতও এর পেছনের কারণ হিসেবে দেখা দিয়েছে।

মার্কিন গোয়েন্দা মহলের সামগ্রিক উপলব্ধির প্রতিফলন করে বৈশ্বিক পরিসরে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকিবিষয়ক ওই প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে চীন, ইরান এবং রাশিয়া বর্তমান আন্তর্জাতিক বিধিবিধানভিত্তিক বিশ্বব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। একই সাথে ইউক্রেনে রুশ অভিযান এবং ফিলিস্তিনের গাজায় হামাস এবং ইসরায়েলের সংঘাত বড় পরিসরে ছড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও কথা বলা হয়েছে এতে।

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চাভিলাষী এবং উদ্বিগ্ন চীন, সংঘাতপ্রবণ রাশিয়া, আঞ্চলিক কিছু শক্তি- যেমন ইরান ও আরও সক্ষম কিছু অরাষ্ট্রীয় গোষ্ঠী বিশ্বব্যবস্থার নিয়মনীতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

একই সাথে বিশ্বব্যবস্থায় যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্বও চ্যালেঞ্জের মুখে পড়েছে। এর পেছনে চীন, রাশিয়া ও ইরানের মতো শক্তিধর কয়েকটি রাষ্ট্রের নাম জড়িয়েছে। বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়া যখন যুদ্ধে লিপ্ত, অর্থনৈতিক ও নিরাপত্তাবিষয়ক সহায়তা দিয়ে মস্কোর পাশে দাঁড়াচ্ছে চীন। রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য বাড়ছে।

রাশিয়ায় সামরিক কাজে ব্যবহৃত হতে পারে-চীন থেকে এমন সব পণ্যের রপ্তানি ২০২২ সাল থেকে তিন গুণ বেড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করতে চীন প্রযুক্তির ব্যবহার করতে পারে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৪ সালের মার্কিন নির্বাচনের কোনো না কোনো পর্যায়ে প্রভাব ফেলার চেষ্টা করতে পারে চীন। কারণ, যুক্তরাষ্ট্রে বেইজিংয়ের সমালোচকদের ক্ষমতা থেকে সরানো এবং মার্কিন সমাজে বিভাজন বাড়ানোর অভিলাষ রয়েছে দেশটির।

রাশিয়ার বিষয়ে সতর্ক করে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম বার্নস সিনেটে ইউক্রেনকে আরও সামরিক সহায়তার ওপর জোর দিয়েছেন।

যা তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরে আগ্রাসন চালানোর বিষয়ে চীনকে একটি বার্তা দেবে। একইভাবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক এভ্রিল হেইন্স গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বে নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

খবর: আল-জাজিরা

আমেরিকা,শক্তিশালী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close