• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

গ্রিসে বৈধতা পেল সমকামী বিয়ে

প্রকাশ:  ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

সমকামী বিয়েকে বৈধতা দিয়ে বিল পাস করেছে গ্রিস। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে ১৭৬-৭৬ ভোটে বিলটি পাস হয়। ফলে সমকামী দম্পতিরা সন্তান দত্তক নেওয়ার আইনত অধিকারও পেয়ে গেলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, অর্থোডক্স খ্রিস্টান অধ্যুষিত দেশগুলোর মধ্যে গ্রিসই প্রথম সমলিঙ্গে বিয়েতে বৈধতা দিল। শক্তিশালী অথোর্ডক্স গির্জার বিরোধিতার পরও রক্ষণশীল সরকার এ সংস্কারের পথে হেঁটেছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ এরইমধ্যে সমলিঙ্গে বিয়ে বৈধ করেছে। বিশ্বের ৩৫টি দেশে এখন সমলিঙ্গ বিয়ে আইনত বৈধ। বিবিসি বলছে, গ্রিস সমলিঙ্গে বিয়ে বৈধতা দেওয়ায় এখন ইউরোপে তাদের প্রতিবেশী আরো কয়েকটি দেশ হয়তো একই উদ্যোগ নেওয়ার সাহস দেখাবে। ওইসব দেশে গির্জাগুলো সমলিঙ্গে বিয়ের ঘোর বিরোধী।

বিলটি পাসের পর এক প্রতিক্রিয়ায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস বলেছেন, “নতুন এই আইনটি সাহসী সিদ্ধান্ত, এর মধ্যদিয়ে গুরুতর একটি অসমতার বিলুপ্ত হতে যাচ্ছে।”

অন্যদিকে, গির্জা সমর্থকরা রাজধানী এথেন্সে সমলিঙ্গ বিয়ে আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বলে জানিয়েছে বিবিসি। তবে এলজিবিটিকিউ সংগঠনগুলো এটিকে স্বাগত জানিয়েছে।

প্রতিবাদ জানিয়ে অর্থোডক্স চার্চের প্রধান আর্চবিশপ লেরোনিমোস বলেছেন, “এটি আমাদের মাতৃভূমির সামাজিক সংহতিকে কলুষিত করবে।”

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিসের দল নিউ ডেমোক্রেসি পার্টির পক্ষ থেকে পার্লামেন্টে সমকামীদের বিয়ে সংক্রান্ত বিলটি উত্থাপন করা হয়েছিল। টানা দুই দিনের বিতর্কের পর বৃহস্পতিবার বিলের ওপর ভোটাভুটি হয়। এ সময় উপস্থিত ২৪৫ জন সংসদ সদস্যের মধ্যে ১৭৬ জন সমলিঙ্গের বিয়ের বৈধতা ও দত্তক নেওয়ার পক্ষে ভোট দেন।

ইউরোপ,সমকামিতা,গ্রিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close