• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এবার মোনের চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারলেন বিক্ষোভকারীরা

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:১৭
পূর্বপশ্চিম ডেস্ক

ফ্রান্সে ‘মোনালিসা’র পর এবার আরেকটি চিত্রকর্মে স্যুপ ছুড়ে মারলেন বিক্ষোভকারীরা। সেটি চিত্রশিল্পী ক্লদ মোনের আঁকা ‘লু পান্ত’ (স্প্রিং)। গতকাল শনিবার ফ্রান্সের দক্ষিণ-পূর্ব লিওঁ শহরের জাদুঘরে এ ঘটনা ঘটে।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মোনের ‘লু পান্ত’ চিত্রকর্মের ওপর স্যুপ ছুড়ে মারেন দুই ব্যক্তি।

এর আগে গত ২৮ জানুয়ারি ল্যুভর মিউজিয়ামে প্রদর্শিত বিখ্যাত ‘মোনালিসা’ চিত্রকর্মের দিকে স্যুপ ছুড়ে মেরেছিলেন দুই বিক্ষোভকারী। তবে চিত্রকর্মটি বুলেটপ্রুফ কাচের মধ্যে সুরক্ষিত থাকায় সেটির কোনো ক্ষতি হয়নি।

‘লু পান্ত’ চিত্রকর্মটি ১৮৭২ সালে আঁকা। এটি জাদুঘরে কাচ দিয়ে ঢাকা অবস্থায় আছে। স্যুপ ছুড়ে মারার পর এটিকে সূক্ষ্মভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ হামলার ঘটনায় অভিযোগ করা হবে। এরই মধ্যে ঘটনার সঙ্গে জড়িত দুই বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

ফ্রান্সের পরিবেশবাদী সংগঠন ‘ফুড কাউন্টারঅ্যাটাক’ খুদে ব্লগ লেখার সাইট এক্স (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ হামলার কথা উল্লেখ করেছে। ওই পোস্টে এক নারী নিজেকে ইলোনা (২০) পরিচয় দিয়ে বলেছেন, ‘দেরি হওয়ার আগেই আমাদের কাজ করতে হবে।’

এ সংগঠনের সদস্যরাই মোনালিসায় স্যুপ ছুড়ে মেরেছিলেন। লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত এ শিল্পকর্মের ওপর হামলাকারী দুই ব্যক্তিকে সাজা হিসেবে দাতব্য সংস্থায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার আদেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত।

লিওঁ শহরের মেয়র সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। তবে তিনি এ–ও বলেছেন, ‘জলবায়ু পরিস্থিতি নিয়ে জনগণের এই উদ্বেগও বোধগম্য।’

পরিবেশবাদীরাএর আগেও মোনের চিত্রকর্মকে লক্ষ্যবস্তু করেছেন। সেটি ঘটেছিল ২০২২ সালের অক্টোবরে জার্মানির পটসডাম শহরের একটি জাদুঘরে।

বিক্ষোভ,ফ্রান্স,ইউরোপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close