• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার মিসরে দুই ইসরায়েলি পর্যটককে হত্যা

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০২৩, ১৭:৫৫
আন্তর্জাতিক ডেস্ক

হামাস-ইসরায়েল সংঘাতের মধ্যে দিয়ে এবার মিসরের আলেকজান্দ্রিয়ায় দুই ইসরায়েলি পর্যটককে হত্যার ঘটনা ঘটেছে।যা মিসরীয় সরকারের জন্য বড় উদ্বেগের কারণ হতে চলেছে বলে জানায় আল-জাজিরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা পরিষদ, আইডিএফ ও কায়রোতে অবস্থিত ইসরায়েলের দূতাবাস ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনার জন্য কাজ কর চলছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধের পর মিসর ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পর থেকে ইসরায়েলি পর্যটকরা মিসরে আসছেন। সুতরাং এটি মিসরীয় সরকারের জন্য অন্যতম উদ্বেগ হতে চলেছে।

এদিকে গতকাল শুরু হওয়া হামাস ও ইসরায়েলের সংঘর্ষে মৃতের সংখ্যা ৩৫০ ছুঁয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম প্রকাশ করে।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় হত্যার বিষয় নিশ্চিত করেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আজ (রোববার) সকালে মিসরের আলেকজান্দ্রিয়াতে একজন স্থানীয় তাদের লক্ষ্য করে গুলি চালালে দুই ইসরায়েলি ও তাদের মিসরীয় গাইড নিহত হয়। আরও একজন আহত ইসরায়েলির অবস্থা আশঙ্কাজনক।’

মিশর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close