• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিশরে চলছে ভোটগ্রহণ, ফের প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন সিসি

প্রকাশ:  ১১ ডিসেম্বর ২০২৩, ১৭:১১
আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই মিশরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। মিশরের প্রেসিডেন্ট নির্বাচন এমন একসময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যখন দেশটিতে মূল্যস্ফীতি প্রকট আকার ধারণ করেছে।

রোববার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

মূল্যস্ফীতি ছাড়িয়েছে ৪০ শতাংশ। এমনকি বিগত কয়েক বছরে ডলারের বিপরীতে মুদ্রার অবমূল্যায়ন ঘটেছে প্রায় অর্ধেক। ১০ কোটি ৬০ লাখ মানুষের দেশটির দুই-তৃতীয়াংশই বর্তমানে দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনের মাধ্যমে তৃতীয়বারের মতো মিশরের ক্ষমতায় আসতে পারেন বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করা হতে পারে।

মিশরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষের হিসাব অনুসারে, এবারের নির্বাচনে প্রায় ৬ কোটি ৭০ লাখ মানুষ ভোট দিতে পারবেন। এর মধ্যে রোববার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ ভোট দিয়েছেন।

এদিকে গাজা সংকটের কারণে মিশরে নির্বাচনের ডামাডোল অনেকটাই পেছনে পড়ে গেছে। এ অবস্থায় নির্বাচনে বিরোধীদের দমনে রাষ্ট্রশক্তি ব্যবহার করার অভিযোগ উঠেছে সিসির বিরুদ্ধে। সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমেও নির্বাচনের চেয়ে বেশি উঠে আসছে গাজা সংকটের তথ্য।

মিশরে প্রেসিডেন্ট নির্বাচন,মূল্যস্ফীতি,ফিলিস্তিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close