• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঘাস খেতে গিয়ে গাঁজা খেলো ভেড়ার পাল, অতঃপর...

প্রকাশ:  ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০০
আন্তর্জাতিক ডেস্ক

মধ্য গ্রিসের থেসালির অলমিরোস শহরে ঘাসের খোঁজে বেড়িয়ে গ্রিনহাউসে ঢুকে ২০০ পাউন্ড মূল্যের গাঁজা গাছ খেয়ে ফেলেছে একটি ভেড়ার পাল। এরপর ‌‘অদ্ভুত আচরণ” করতে শুরু করে ভেড়ার পালটি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সেই গাঁজার গাছগুলো গ্রিনহাউসের ভেতরে ওষুধ হিসেবে চাষ করা হয়েছিলো। গাঁজাখেতের মালিক বলেছেন, ঘূর্ণিঝড় ড্যানিয়েলের আঘাত ও দাবদাহের কারণে তার খেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। আর যতোটুকু বেঁচে ছিলো তা ভেড়ার দল শেষ করে দিয়েছে।

দ্য নিউজপেপার ডটজিআর ওয়েবসাইট জানায়, ভেড়ার দল ১০০ কেজি গাঁজা খেয়ে ফেলেছে। গাঁজাখেতের মালিক এ ঘটনায় কেমন রিয়্যাক্ট করা দরকার তা বুঝতে পারছেন না। তিনি বলেছেন, হাসবো নাকি কাঁদবো- আমি বুঝতে পারছি না।

একজন মেষপালক ভেড়ার পালের অদ্ভুত আচরণ লক্ষ্য করেন। কিন্তু বুঝতে পারছিলেন না, কেন ভেড়ার দল এমন আচরণ করছিলো।

শহরের কর্মকর্তারা জানান, এ মাসের শুরুর দিকে থেসালির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বিভিন্ন শহর ও গ্রাম তলিয়ে গেছে। মারা গেছে এক লাখের বেশি প্রাণী ও গবাদিপশু। বন্যাদুর্গত হাজারো বাসিন্দাকে লাইফবোট ও হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছিলো। আর মাঠের ফসল ভেসে গেছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পাল,ভেড়া,ঘাস,গাঁজা,গ্রিস
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close