• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-পাকিস্তান ম্যাচ, পয়েন্ট ভাগাভাগি

প্রকাশ:  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১২
পূর্বপশ্চিম ডেস্ক

অবশেষে বৃষ্টিই জিতে গেল। ভারত-পাকিস্তান ম্যাচে দুই দলের লড়াই ছাপিয়ে জিতে গেল বৃষ্টি। কার্টেল ওভারের জন্য নির্ধারিত থাকা সময়ের মধ্যেও বৃষ্টি না কমায় ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন ম্যাচ রেফারি। ফল পয়েন্ট ভাগাভাগি করে দুই দল।

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে আগে থেকেই বৃষ্টির আভাস ছিল। ঝুঁকি নিয়েই মাঠে গড়িয়েছিল খেলা। তাতে প্রথম দুইবারে হালকা ঝিরিঝিরি হলেও তৃতীয়বার মুষলধারে আকাশ ভেঙে নামে বৃষ্টি। তাতে বল মাঠ গড়ানোর সম্ভাবনাও কমে যায়।

ম্যাচের শেষ সময় হিসেবে স্থানীয় সময় ১০টা ২৭ মিনিট পর্যন্ত অপেক্ষা করেন ম্যাচ রেফারি। এই সময়ের মধ্যে খেলা হলে ২০ ওভারের ম্যাচ হতো। কিন্তু বৃষ্টি না থামায় শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই খুশি থাকতে হয় দুই দলকে।

এর আগে পাল্লেকেলেতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভার টিকতে পারেনি ভারত। ব্যাটিং বিপর্যয়ের পরও ইশান কিশান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ে ভর করে ৪৮.৫ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছিল রোহিত শর্মার দল।

এশিয়া কাপ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close