• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আবারও নির্বাচনের প্রার্থী মাহাথির মোহাম্মদ

প্রকাশ:  ১১ অক্টোবর ২০২২, ১৮:৫৪
আন্তর্জাতিক ডেস্ক

আধুনিক মালয়েশিয়ার রূপকারখ্যাত সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আবারও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) তিনি তার প্রার্থীতা ঘোষণা করেন।

মাহাথির মোহাম্মদের বয়স ৯৭। এবারের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না সে ব্যাপারে জল্পনা চলছিল। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাহাথির জানান, নিজ সংসদীয় আসন লাংকাউই থেকে লড়বেন তিনি। এটিই তার শেষ নির্বাচন হতে যাচ্ছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর

    এবারের নির্বাচনে তিনি তার নিজ দল হোমল্যান্ড ফাইটার্স পার্টির হয়ে নির্বাচনে প্রার্থী হবেন। নির্বাচনে প্রার্থী হলেও প্রধানমন্ত্রী পদের জন্য লড়বেন না বলে জানান তিনি। মাহাথির জানিয়েছেন, আসন্ন নির্বাচনে তার দল ১২০টি আসনে প্রার্থী দেবে।

    এর আগে সোমবার মালয়েশিয়ার পার্লামেন্ট ভেঙে দেন সেদেশের প্রধানমন্ত্রী ইসমাইল সাব্রি ইয়াকুব। এর ফলে আগামী নভেম্বরের মধ্যে মালয়েশিয়ায় জাতীয় নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করতে পারে।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close