• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

প্রকাশ:  ৩১ আগস্ট ২০২২, ১১:৪২
আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তার করোনা টিকা নেওয়া আছে।

তার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার সকালে তিনি নিশ্চিত হন।

সম্পর্কিত খবর

    এরপর চিকিৎসকদের পরামর্শে আগামী কয়েকদিন পর্যবেক্ষণে থাকতে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন। তবে বিবৃতিতে এর বেশি কিছু জানানো হয়নি। খবর আল-জাজিরার।

    ৯৭ বছর বয়সী মাহাথির একজন হৃদরোগী এবং এই সংক্রান্ত জটিলতায় গত জানুয়ারিতে দীর্ঘদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

    তিনি মালয়েশিয়ার দুইবারের প্রধানমন্ত্রী। প্রথমবার ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর ২০১৮ সালের মে মাসে পুনরায় বিরোধী দলীয় জোটে যোগ দিয়ে প্রধানমন্ত্রী হন। যদিও জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই বছর পর তিনি পদত্যাগ করেন।

    পূর্বপশ্চিম/ম

    মাহথির মোহাম্মদ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close