• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বুকার পুরস্কার পেলেন ভারতীয় লেখক গীতাঞ্জলি

প্রকাশ:  ২৭ মে ২০২২, ১৭:৫০
নিজস্ব প্রতিবেদক

ভারতীয় লেখক গীতাঞ্জলি শ্রী চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন। এবারই প্রথমবারের মতো হিন্দি সাহিত্যের কোনো উপন্যাস আন্তর্জাতিক বুকার পুরস্কার পেল।

বৃহস্পতিবার (২৬ মে) লন্ডনে তার হাতে তুলে দেওয়া হয় এ পুরস্কার।

হিন্দি ভাষায় লেখা ‘রেত সমাধি’ উপন্যাসের ইংরেজি অনুবাদ ‘টুম্ব অব স্যান্ড’-এর জন্য এই পুরস্কার পেলেন গীতাঞ্জলি শ্রী। উপন্যাসটির প্রেক্ষাপট ১৯৪৭ সালের দেশভাগ। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ৮০ বছর বয়সী এক নারী।

উপন্যাসটি হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করেছেন যুক্তরাষ্ট্রের অনুবাদক ডেইজি রকওয়েল। বুকার পুরস্কারের মূল্যমান ৫০ হাজার পাউন্ড। পুরস্কারের এই অর্থ লেখক গীতাঞ্জলি শ্রী ও অনুবাদক ডেইজি রকওয়েলের মধ্যে ভাগাভাগি হবে।

হিন্দিতে লেখা ‘রেত সমাধি’ ২০১৮ সালে প্রকাশিত হয়। পরে উপন্যাসটির ইংরেজি অনুবাদ ‘টুম্ব অব স্যান্ড’ যুক্তরাজ্যে প্রকাশিত হয়। এটি যুক্তরাজ্য থেকে প্রকাশিত গীতাঞ্জলি শ্রীর প্রথম বই।

গীতাঞ্জলি শ্রীর জন্ম ভারতের উত্তর প্রদেশে। ৬৪ বছর বয়সী এই ভারতীয় লেখকের তিনটি উপন্যাস রয়েছে। ইংরেজি, ফরাসি, জার্মান, কোরীয় ছাড়াও একাধিক ভাষায় তার লেখার অনুবাদ হয়েছে।

পূর্বপশ্চিম- এনই

বুকার পুরস্কার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close