• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল মাগুরায় উদ্বোধন হয়েছে জেলা পর্যায়ের খেলা

প্রকাশ:  ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৪
স্পোর্টস ডেস্ক

ফুটবলের হারানো গৌরব ফিরে আনার লক্ষ্য প্রতিভা অন্বেষণ কার্যক্রম শুরু করেছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় গত ১ সেপ্টেম্বর নেত্রকোনায় শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)। উপজেলা পযার্রে খেলা শেষ এবার টুর্নামেন্ট গড়িয়েছে জেলা পর্যায়ে।

আজ ১৫ সেপ্টেম্বর (শনিবার) মাগুরা থেকে শুরু হলো জেলা পর্যায়ের খেলা। জেলার বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামন স্টেডিয়ামে আন্তঃ উপজেলার খেলা উদ্বোধন করেন ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আতিকুর রহমান। উদ্বোধনী ম্যাচে মাগুরা সদর উপজেলাকে ৩-০ গোলে হারিয়েছে মহম্মদপুর উপজেলা।

সম্পর্কিত খবর

    এ দিকে মানিকগঞ্জ, পাবনা ও লালমনিরহাটেও শুরু হয়েছে জেলা পর্যায়ের খেলা। পাবনায় উদ্বোধনী দিনে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আটঘরিয়া উপজেলা ২-১ গোলে হারিয়েছে চাটমোহর উপজেলাকে। এ ছাড়া বেড়া উপজেলাকে ২-১ গোলে পরাজিত করেছে ইশ্বরদী উপজেলা। আর টাইব্রেকে সাঁথিয়া উপজেলার বিপক্ষে ৩-২ গোলে হেরেছে পাবনা পৌরসভা।

    এদিকে, লালমনিরহাট জেলায় আদিতমারি উপজেলাকে ৭-১ গোলে পরাজিত করেছে সদর উপজেলা। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নুরুজ্জামান আহমেদ, এমপি।

    অন্যদিকে মানিকগঞ্জে জেলা পর্যায়ের খেলার উদ্বোধন করেন উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব এসএম ফেরদৌস। উদ্বোধনী ম্যাচে দৌলতপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়েছে মানিকগঞ্জ পৌরসভা।

    নওগাঁ জেলা পর্যায়ের উদ্বোধনী ম্যাচে সদর উপজেলা পতœীতলা উপজেলাকে ১-০ গোলে এবং মান্দা উপজেলাকে ৫-০ গোলে পরাজিত করেছে নওগাঁ উপজেলা।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close