• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশের জয়ের লক্ষ্য ২১১ রান

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:৫৩ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২৩
স্পোর্টস ডেস্ক

সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে জয়ের জন্য ২১১ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করে লঙ্কানরা তুলেছে ৪ উইকেটে ২১০ রান। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এটি সর্বোচ্চ সংগ্রহ। সবমিলিয়ে টি-টোয়েন্টিতেও শ্রীলঙ্কার এটি পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরেও ঝড়ো সূচনা করে শ্রীলঙ্কা। গত ম্যাচে ৫৩ রান করে লঙ্কান ওপেনার কুসল মেন্ডিস আজ ৪২ বল খেলে করেছেন ৭০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় হাফ সেঞ্চুরি।

সম্পর্কিত খবর

    এছাড়া ৩৭ বল খেলে ৪২ রান করেন দানুশকা গুনাথিলাকা। ১৭ বল খেলে ৩১ রান করেন থিসারা পেরেরা। ১৩ বল খেলে ২৫ রান করেন উপুল থারাঙ্গা। ১১ বল খেলে ৩০ রান করেন দাসুন শানাকা।

    বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহি ১টি, সৌম্য সরকার ১টি, মোস্তাফিজুর রহমান ১টি ও মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

    এই ম্যাচে বাংলাদেশ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে দলীয় ৯৮ রানে প্রথম উইকেট হারায়। সৌম্য সরকারের করা ইনিংসের ১১তম ওভারের শেষ বলে তামিম ইকবালের হাতে ধরা পড়েন দানুশকা গুনাথিলাকা। ৩৭ বল খেলে ৪২ রান করেছেন তিনি।

    ইনিংসের ১৬তম ওভারে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে থিসারা পেরেরাকে ফেরান আবু জায়েদ রাহি। আন্তর্জাতিক ক্রিকেটে রাহির এটি প্রথম উইকেট। ১৭ বল খেলে থিসারা পেরেরা করেন ৩১ রান। ইনিংসের শেষ ওভারে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ হন উপুল থারাঙ্গা।

    সংক্ষিপ্ত স্কোর

    শ্রীলঙ্কা ইনিংস: ২১০/৪ (২০ ওভার)

    (দানুশকা গুনাথিলাকা ৪২, কুসল মেন্ডিস ৭০, থিসারা পেরেরা ৩১, উপুল থারাঙ্গা ২৫, দাসুন শানাকা ৩০*, দিনেশ চান্দিমাল ২*; আবু জায়েদ রাহি ১/৪৫, নাজমুল ইসলাম অপু ০/২৮, মেহেদী হাসান ০/২৫, মোস্তাফিজুর রহমান ১/৩৯, মোহাম্মদ সাইফউদ্দিন ১/৪৬, সৌম্য সরকার ১/২৫)।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close