• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কি করে মানুষ বিশ্বাস করবে দেশে রয়েছে আইনের শাসন আর সমতা?

প্রকাশ:  ০১ জুন ২০১৮, ০৩:১৩
ড. আসিফ নজরুল

সর্বোচ্চ আদালত জামিন দেয়ার পরও দেশের তিনবারের প্রধানমন্ত্রী মুক্তি পান না। পরিত্যাক্ত এক ভবনে দিনের পর দিন তাকে থাকতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে। বারবার চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার আবেদন হলেও মঞ্জুর হয় না তার।

অথচ খুনের জন্য সর্বোচ্চ আদালতে আজীবন কারাদন্ডপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী (সাবেক ছাত্রলীগ নেতা) জোসেফের জন্য হাসপাতালে থাকার সুযোগের অভাব হয়নি কখনো। শত সমালোচনার পরও রাষ্ট্রপতির আদেশে ক্ষমা পেলেন তিনি অবশেষে। চিকিৎসার জন্য মুক্তির মাত্র চারদিনের মধ্যে পাসপোর্ট্-ভিসা হয়েছে তার, সবার চোখে ধুলা দিয়ে তিনি চলে যেতে পেরেছেন বিদেশে।

কি করে মানুষ বিশ্বাস করবে এদেশে রয়েছে আইনের শাসন, সুবিচার আর সমতা?

(ফেসবুক স্ট্যাটাস)

লেখক: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আসিফ নজরুল,জোসেফ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close