• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘শিক্ষার্থীদের জানতে হবে স্বাধীনতার সঠিক ইতিহাস’

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ১৫:০৭
ঝিনাইদহ প্রতিনিধি

শিক্ষার্থীদের সঠিক মানুষ হিসাবে গড়ে উঠতে হলে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। একটি দল যারা স্বাধীনতার ঘোষণা সম্পর্কে ভুল ধারনা ছড়াচ্ছে। এটিকে কঠোর ভাবে প্রতিহত করতে হবে। আসলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষণা দেন। তার নের্তৃত্বেই বাঙালিরা ঝাপিয়ে পড়েছিল স্বাধীনতা যুদ্ধে। দেশ হয়েছিল স্বাধীন।

তাই বলা যায় জিয়াউর রহমান নয়, বঙ্গবন্ধুর ঘোষণা ও নেতৃত্বেই দেশ স্বাধীন হয়েছিল। ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ডিগ্রি কলেজে বঙ্গবন্ধু পাঠ চক্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সকালে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ এর আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত বীর প্রতীক কর্ণেল (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনী ও স্বাধীনতার ইতিহাস সম্বলিত কুইজ প্রতিযোগীতা ‘বঙ্গবন্ধু পাঠ চক্র’ এর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় মন্ত্রীসহ অতিথিরা।

/পি.এস

ঝিনাইদহ,স্বাধীনতা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close