• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সংসদ বহাল রেখে নির্বাচনের পক্ষে ২৪টি দল

প্রকাশ:  ০৮ নভেম্বর ২০১৮, ০০:৫৬
নিজস্ব প্রতিবেদক

সংসদ বহাল রেখে নির্বাচন করার পক্ষে মত দিয়েছে ২৪টি রাজনৈতিক দল।

বুধবার (৭ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে এই মতামত জানান দলগুলো নেতারা।

সংলাপ শেষে ২৪ দ‌লের নেতৃত্বদানকারী বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) সভাপতি ব্যা‌রিস্টার নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, অনির্বাচিত সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না। তাই নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে হয়। কারণ অসাং‌বিধা‌নিক কোনো সরকা‌রের অধী‌নে নির্বাচন হ‌লে তারা কোনো দায় দা‌য়িত্ব নি‌তে চায় না।

এর আগে অাওয়ামী লী‌গের নেতৃত্বাধীন ১৪ দ‌লের স‌ঙ্গে জাতীয় গণতা‌ন্ত্রিক জোটসহ (এনডিএ) ২৪টি রাজ‌নৈ‌তিক দলের সংলাপ অনু‌ষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে ১৪ দ‌লের ২৩ জন এবং ২৪ রাজ‌নৈ‌তিক দ‌লের ৭২ জন নেতা উপ‌স্থিত ছি‌লেন।

সংলাপে অংশ নেওয়া দলগুলো হলো জাতীয় গণতা‌ন্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ, বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্যজোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যজোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ।

/এসএফ

সংলাপ,বিএনএ,ব্যারিস্টার নাজমুল হুদা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close