• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

প্রকাশ:  ২৩ অক্টোবর ২০১৮, ১০:৪১ | আপডেট : ২৩ অক্টোবর ২০১৮, ১১:২৩
চট্টগ্রাম প্রতিনিধি

মিরসরাইয়ের বড়তাকিয়ায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও আহত হয়েছেন অপর এক ব্যক্তি।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ভোরে চট্টগ্রামগামী দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো অপর ট্রাককে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। জোরারগঞ্জ হাইওয়ে ফাড়ির ইনচার্জ সোহেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুইজন হলেন- ট্রাকচালক আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়া (৩৫), চালক সহকারী মো. জাহাঙ্গীর আলম (৩৫)। আহত হয়েছেন দিদারুল (৪০)।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৮-৬৪৭০) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (চট্টমেট্রো-ট-১১-৩৪৫১) পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের ভেতর আটকা পড়ে। ঘটনাস্থল থেকে চালক কুলু মিয়ার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়।

এছাড়া গুরুতর আহত বাকি দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে সহকারী জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

জাহাঙ্গীর আলমের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা এলাকায় এবং আবদুর রশিদ প্রকাশ কুলু মিয়ার বাড়ি নওগাঁর মকিমপুর এলাকায়।

/পি.এস

চট্টগ্রাম,দুর্ঘটনা,সড়ক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close