• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইন্টারপোল প্রধান আটক, স্বীকার করলো চীন

প্রকাশ:  ০৮ অক্টোবর ২০১৮, ১১:১৯
আন্তর্জাতিক ডেস্ক

অবশেষে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রধান মেং হংওয়েইকে আটকের কথা স্বীকার করেছে চীন। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিস।

বিবিসি বলছে, মেং হেংওয়েই এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বর্তমানে এ অভিযোগের তদন্ত চলছে দেশটির রাষ্ট্রীয় সংস্থা চায়না ন্যাশনাল সুপারভিশন কমিশন তাদের ওয়েবসাইটে জানিয়েছে।

এর আগে মেং হেংওয়েই এর স্ত্রী দাবি করেন ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিঁও শহর থেকে এক সপ্তাহ আগে নিজ দেশ চীনের উদ্দেশ্যে রওনা দেন মেং। তবে তারপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

পরে ফরাসি পুলিশ তদন্ত শুরু করার কিছুদিনের মধ্যেই চীনের পক্ষ থেকে আটকের কথা জানানো হয়। শনিবার (৬ অক্টোবর) একটি প্রতিবেদন প্রকাশ করে চায়না মর্নিং পোস্ট। সেখানে জানানো হয় ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হংওয়েইকে জিজ্ঞাসাবাদের জন্য চীনে আটক করা হয়েছে।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির প্রথম চীনা প্রেসিডেন্ট গত সপ্তাহে ফ্রান্সে সংস্থাটির প্রধান কার্যালয় থেকে চীনে ফেরার পরই তাকে কর্তৃপক্ষ ‘তুলে নিয়ে যায়’।

তবে আটক ইন্টারপোল প্রধানকে চীন কোথায় রেখেছে বা তার বিরুদ্ধে কী নিয়ে তদন্ত করা হচ্ছে তা নিশ্চিত করতে পারিনি বিশ্বের কোনো গণমাধ্যমই জানাতে পারেনি।

/রবিউল

ইন্টারপোল,মেং হংওয়েই
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close