• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নড়িয়ার ভাঙনরোধে ‘বরাদ্দ’ ১২শ’ কোটি টাকা

প্রকাশ:  ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩
নিজস্ব প্রতিবেদক

পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বলেছেন, নড়িয়ায় নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। এরই মধ্যে ৭/৮ কোটি টাকার কাজ হয়েছে। আরও ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। অতি দ্রুত কাজগুলো করা হবে।

সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের নুর-ই আলম চৌধুরী লিটনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, নদীভাঙন রোধে কোনো প্রকল্প নিতে হলে পানির নিচে জরিপ করতে সময় লেগে যায়। উপর থেকে কিছু বোঝা যায় না। এ কারণে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হয়ে যায়। পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয় থেকে একটু আলাদা। টেকনিক্যাল কিছু সমস্যা আছে। এ কারণে অনেক সময় প্রকল্পের কাজ শুরুর আগে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

নোয়াখালী-৩ আসনের মো. মামুনুর রশিদ কিরণের প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, পানি উন্নয়ন বোর্ডকে আরও কার্যক্রম আধুনিক ও যুগোপযোগী করার জন্য জনবল বৃদ্ধি, নিয়মিত জনবল নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ চলমান।

মন্ত্রী বলেন, ইতোমধ্যে বাংলাদেশ পানি উন্নয়নবোর্ড ১৬৪টি ক্যাটাগরির ১২৬৩৪ জন জনবল সম্বলিত এর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের শর্ত মোতাবেক ১১৬ ক্যাটাগরির ১০১৮২টি পদ সৃজনে সরকারি আদেশ গেজেট আকারে গত ২৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখ প্রকাশিত হয়।

/এসএম

নড়িয়া,নদী ভাঙন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close