• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছুটি শেষেও সচিবালয়ে ঈদের আমেজ

প্রকাশ:  ১৮ জুন ২০১৮, ১৭:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

টানা তিন দিন সরকারি ছুটির পর সোমবার খুলেছে সব সরকারি অফিস। এছাড়া অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে আজ। ফলে কয়েক দিন ধরে ফাঁকা ঢাকা প্রাণ ফিরে পেতে শুরু করেছে। তবে এখনও ঢাকা অনেকটাই ফাঁকা।

প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার কম। তবে সেখানে বিরাজ করছে ঈদের আমেজ।

মন্ত্রী-প্রতিমন্ত্রীও এসেছেন হাতেগোনা কয়েকজন। সচিবালয়ে এসেই তারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। একে অপরকে দেখা মাত্রই বুকে জড়িয়ে নিচ্ছেন। অনেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজেদের নির্বাচনী এলাকায় ঈদ করার কারণে অফিসে উপস্থিত হননি।

যারা আজ অফিসে এসেছেন তারা পারস্পরিক খোঁজ-খবর ও শুভেচ্ছা বিনিময়েই ব্যস্ত। চারদিকে ঈদের আমেজ।

সোমবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, ধর্মমন্ত্রী মতিউর রহমান ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুকে দেখা গেছে।

ওএফ

ছুটি,ঈদ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close