• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমিও একসময় সাংবাদিক ছিলাম: প্রধান বিচারপতি

প্রকাশ:  ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:০৩
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে উচ্চ আদালতে সাংবাদিকদের একমাত্র সংগঠন ল' রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।

সোমবার দুপুরে প্রধান বিচারপতির খাসকামড়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যরা।

সম্পর্কিত খবর

    প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমিও একসময় সাংবাদিক ছিলাম।' শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, 'সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছেন, এটা ভালো দিক।

    এ সময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এলআরএফের সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, বর্তমান কমিটির সহসভাপতি মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু প্রমুখ।

    অনুষ্ঠানে এলআরএফের নেতারা প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সুপ্রিম কোর্টে তথ্য পাওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের প্রায়ই সমস্যায় পড়তে হয়। অনেক কোর্টে সাংবাদিকদের প্রবেশেও সীমাবদ্ধতা রয়েছে। জবাবে প্রধান বিচারপতি বলেন, তথ্য পাওয়ার ব্যাপারে সাংবাদিকদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন তিনি।

    জানা গেছে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে কর্মরত থাকাকালে দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close