• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিল্পকলায় মঞ্চায়িত হবে ‘মাইক মাস্টার’

প্রকাশ:  ০৯ জুলাই ২০১৮, ১৭:৪৪
বিনোদন ডেস্ক

শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ১১ জুলাই, বুধবার মঞ্চায়িত হবে নাটক ‘মাইক মাস্টার’। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা এবং রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আব্দুল্লাহ আল মামুনের লেখা এই নাটকটি নির্দেশনা দিয়েছেন আব্দুল মমিন। এটি মঞ্চে এনেছে ‘ব নাটুয়া’ নামের একটি নাট্যদল।

নির্দেশক আব্দুল মমিন বলেন, ‘ব নাটুয়া' মূলত ছাত্র-শিক্ষক সংগঠন। পড়ালেখার পাশাপাশি শক্ত শরীর ও মন গঠনই ‘ব নাটুয়া'র কাজ। বিনোদন নিবেদন করাই আমাদের ব্রত।

তিনি আরও বলেন, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ কালচারাল ক্লাবের সদস্যদের নিয়ে মাইক মাস্টারের কাজ শুরু করি। পরে অনেকে যুক্ত হয়।

‘মাইক মাস্টার’ একক নাটক। নাটকের পাত্র একজন সাধারণ রাজনৈতিক কর্মী যার বর্তমান পেশা- মাইকে রাজনৈতিক সভা সমিতির ঘোষণা প্রচার করা। কাছ থেকে দেখা রাজনীতির নানা অন্ধকার দিকের কথা শুনিয়েছেন তিনি এই নাটকে।

এই নাটকের লাইট ডিজাইন করেছেন আসলাম অরণ্য। সঙ্গীত পরিকল্পনা করেছেন অন্তরা সাহা। প্রপস তৈরি করেছেন ফুয়াদ আহমেদ। কোরিওগ্রাফি করেছেন সাব্বির আহমেদ। পোস্টার ডিজাইন করেছেন ফারহান ইশরাক।

/এ আই

মঞ্চ নাটক,মঞ্চ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close