• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এটিএম থেকে প্রতিদিন টাকা তোলার ঊর্ধ্বসীমা ২০ হাজার

প্রকাশ:  ০২ অক্টোবর ২০১৮, ০২:২৬
প্রসেনজিৎ দাস, ভারত

এটিএম থেকে টাকা তোলার ঊর্ধ্বসীমা অর্ধেক করে দিল এসবিআই। এতদিন পর্যন্ত দৈনিক ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন এসবিআইয়ের গ্রাহকরা। এবার সেই সীমাই কমিয়ে করা হল ২০ হাজার।

প্রসঙ্গত, সামনেই রয়েছে উৎসবের মরসুম। উৎসবের আগে এটিএম জালিয়াতি করে অন্যের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া ঘটনা বেড়ে যায়। এই ধরনের ঘটনায় নিয়ন্ত্রণ আনতেই নয়া প্রয়াস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের।

এতদিন পর্যন্ত ব্যাঙ্কের ক্লাসিক এবং মাস্টার কার্ড হোল্ডাররা প্রতিদিন ৪০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারতেন এটিএম থেকে।

এবার সেই সীমাই অর্ধেক করে দেওয়া হল। প্রতিদিন এটিএম থেকে ২০, ০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন এসবিআইয়ের গ্রাহকরা।ব্যাঙ্ক কর্তৃপক্ষ আজ এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ডিজিটাল বা ক্যাসলেস লেনদেনে আগ্রহ বাড়াতে এবং এটিএম জালিয়াতির অভিযোগ মাথায় রেখেই তাঁরা ব্যাঙ্ক থেকে টাকা তোলার সীমা কমিয়ে দিলেন।

এসবিআই তাঁদের সমস্ত শাখায় জানিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই বদলের জন্যে যদি ব্যাঙ্কিং কোডে কোনও পরিবর্তন আসে বা বাড়তি চার্জ দিতে হয় গ্রাহকদের, তাহলে তাঁদের তিরিশ দিনের নোটিস দেবে ব্যাঙ্ক।

এটিএম
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close