• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা অপরিহার্য’

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৬:১৪
আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা ইউএস সেন্টকমের কমান্ডার জেনারেল জোসেপ ভোটেল বলেছেন, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের সহযোগিতা অপরিহার্য।

দক্ষিণ এশিয়ার নীতিকৌশল সংক্রন্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ের সময়ে এ কথা বলেন তিনি। তিনি একে দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন নীতিকৌশল হিসেবেও উল্লেখ করেন।

তিনি বলেন, আফগানিস্তানে টেকসই রাজনৈতিক সমঝোতার জন্য পাকিস্তানের সহযোগিতাকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

এ ভূমিকা পালনে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় অব্যাহত রাখা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ইসলামাবাদও এ ভূমিকা পালনে সম্মত হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তানের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও দাবি করেন তিনি। পাশাপাশি আফগানিস্তানে আমেরিকার আরো কিছু করার আছে বলে উল্লেখ করেন তিনি।

/আরকে

মার্কিন সেনাবাহিনী,জেনারেল জোসেপ ভোটেল,আফগানিস্তান,পাকিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close