• সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১
  • ||

সেন্টমার্টিনে আশ্রয় নেওয়া বিজিপি ও রোহিঙ্গাদের ফেরত পাঠালো বিজিবি

প্রকাশ:  ০৫ জুলাই ২০২৪, ২০:১১
পূর্বপশ্চিম ডেস্ক

ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে আশ্রয় নেওয়া মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) দুই সদস্য ও ৩১ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ জুলাই) বিকেলে ট্রলারটি মেরামত শেষে সেন্টমার্টিন দ্বীপ থেকে সাগরের শূন্যরেখায় গিয়ে তাদের স্বদেশে ফেরত পাঠায় বিজিবি। এসময় কোস্ট গার্ডের টহল টিমও উপস্থিত ছিল।

এর আগে, আজ ভোরের দিকে মিয়ানমারের রাখাইনের মংডু থেকে সিটওয়ে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি সেন্টমার্টিন দ্বীপে এসে ভিড়ে।

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল বলেন, ‘সেন্টমার্টিনে আসা ট্রলারটিতে ৩১ জন রোহিঙ্গার মধ্যে ১০ জন পুরুষ, ১০ জন নারী ও ১১ জন শিশু ছিল। মিয়ানমারের বিজিপির ২ সদস্যের মধ্যে একজন ক্যাপ্টেন অন্যজন সার্জেন্ট। দুই জনের কাছে অস্ত্র ছিল।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গারা জানিয়েছেন, ট্রলারটি গতকাল বৃহস্পতিবার বিকেলে মিয়ানমারের মংডু শহর থেকে যাত্রা শুরু করে। ট্রলারটিতে করে মিয়ানমারের জলসীমায় থাকা নৌ বাহিনীর জাহাজে যাওয়ার কথা ছিল তাদের। পরে জানাজে তাদের সিটওয়ে শহরে পাঠানোর কথা ছিল। যাত্রা শুরুর পর দুর্যোগপূর্ণ আবহাওয়র কারণে ট্রলারটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ভাসতে ভাসতে সেন্টমাটিনের উত্তর-পশ্চিম সৈকতে চলে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা তাদের উদ্ধার করে বিজিবি হেফাজতে দেয়।’

আকতার কামাল বলেন, ‘শুক্রবার বিকেলে ট্রলারটির নষ্ট ইঞ্জিন সচল করে বিজিবি কর্মকর্তারা এসে কোস্ট গার্ডের সহায়তায় বিজিপির দুই সদস্য এবং ৩১ মিয়ানমারের নাগরিককে সাগরের জলসীমা দিয়ে মিয়ানমারে ফেরত পাঠান।’

এ বিষয়ে টেকনাফ ও সেন্টমার্টিন বিজিবির কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি।

রোহিঙ্গা,মিয়ানমার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close